চোখে ছানি পড়ার কারণ এবং চোখে ছানি পড়ার লক্ষণ জেনে নিন

আমাদের আজকের পোস্টটি লেখা হয়েছে চোখে ছানি পড়ার কারণ এবং চোখে ছানি পড়ার লক্ষণ সম্পর্কে। আপনার যদি চোখে ছানি পড়ার কারণ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি সম্পন্ন পোড়ুন। এছাড়া আমাদের আর্টিকেলট

সম্পূর্ণ শেষ করলে আপনারা জানতে পারবেন চোখের অঞ্জনি সম্পর্কে।চোখে অঞ্জনি হলে কি কি ঔষধ ব্যবহার করা হয় বিস্তারিত জানতে পারবেন।এবং আরো জানতে পারবেন চোখ উঠলে কি কি পদক্ষেপ নিলে চোখ ওঠা থেকে নিরাময় পাওয়া যাযই।

চোখে ছানি পড়ার কারণ

মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। চোখকে মস্তিষ্কের আয়না বলা হয়।চোখের সাথে সাথে মস্তিষ্ক কাজ করে থাকে এজন্য চোখকে মস্তিষ্কের আয়না বলা হয়ে থাকে।আমাদের চোখকে সকল রোগ থেকে মুক্তি রাখতে আমাদের প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে।চোখের রোগের মধ্যে অন্যতম একটা রোগ হলো চোখে ছানি পড়া।

শুধুমাত্র বয়স বাড়লে যে চোখে সানি পড়বে এমনটা নয়, চোখে ছানি শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সব বয়সের লোকেরই পড়তে পারে।যে সকল কারণে আমাদের চোখে ছানি পড়তে পারে
ছানি মানুষের চোখের এক ধরনের রোগ।বার্ধক্য জনিত রোগের কারণে শারীরিক নানারকম অসুখের কারণে চোখের কোন অসুখের থাকলে ও আঘাত জনিত কারণেও আমাদের চোখে ছানি পারে। 
চিকিৎসা বিজ্ঞানের মতে চোখের ছানি সাধারণত ৪০ বছরে পড়লেও বর্তমানে এটি নানান বয়সের লোকের হয়ে থাকে।অনেক ক্ষেত্রে দেখা গেছে শিশুদেরও এই রোগ হয়েছে। যাদের শরীরের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে অতি সহজেই চোখে ছানি পরে।দীর্ঘ সময় মানব দেহে নানারকম জটিলতা থাকলে ডাক্তারের কাছ থেকে নিয়মিত চোখ পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
চোখের ছানি প্রচলিত একটি সমস্যা। চোখের ছানি বলতে আমরা সকলে বুঝি বয়স্কদের সমস্যা।

আসলে বর্তমান সময়ে নানা বয়সের লোকের এই সমস্যা হয়ে থাকে। চোখে ছানি পড়ার প্রথম কারণ হলো বয়স। এছাড়াও ভিন্ন কারণে চোখে ছানি পড়তে পারে। চোখে পূর্বে কোন চিকিৎসা করা থাকলে ভালো করে চোখের যত্ন না নিলে চোখে ছানি পড়তে পারে। উচ্চ রক্তচাপ থাকলে চোখে ছানি পড়ার সম্ভাবনা রয়েছে। তীক্ষনো আলোক রশনি দীর্ঘ সময় চোখে এসে পড়লে চোখে ছানি পড়ার সম্ভাবনা রয়েছে।

চোখে ছানি পড়ার লক্ষণ

চোখের ছানির অনেকগুলো দারুন রয়েছে। এর মধ্যে অন্যতম দারুণ গুলো হলো পারমাণবিক ছানি,কর্টিকাল ছানি,পোস্টেরিয়র সাবক্যাপসুলার ছানি,যত্নগত ছানি এছাড়াও ভিন্ন রকমের সানি রয়েছে।সানি পরার লক্ষণগুলো হলো, 
  • আচ্ছা বা মেঘলা এবং ঝাপসা দৃষ্টি
  • রাতের বেল চোখে কম দেখা
  • উজ্জ্বল আলোক রশ্নির মধ্যে অনেক সময় ব্যয় করা
  • চোখে ডাবল দেখা
  • পড়ার সময় অতিরিক্ত আলো ব্যবহার করা।
এছাড়াও আরো নানারকম কারণে চোখের পানি ছানি পড়তে পারে

চোখের অঞ্জনি ঔষধ

চোখে অঞ্জনির লক্ষণ দেখা দিলেই প্রথমে চোখ ফুলে যাবে,আস্তে আস্তে চোখ ব্যথা হওয়া শুরু করবে।চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে। চোখের পলকের উপর গোটা বের হয়বে এবং সেখান থেকে পুজ বের হবে। চোখের ভিতরে প্রচন্ড রকমের জ্বালাপোড়া করবে এবং চুলকাবে। সূর্যের আলোতে গেলে চোখ খুলতে সমস্যা হবে এবং পলক ফেলতে বেশ ব্যথা অনুভব হবে।
চোখেও অঞ্জনির প্রাথমিক চিকিৎসা
  • আক্রান্ত চোখে হাত দিয়ে ডলা যাবে না।
  • যে চোখে সমস্যা সেদিক হয়ে শুয়ে থাকতে হবে।
  • চোককে আলো থেকে বাঁচাতে কালো চশমা ব্যবহার করতে হয়বে।
  • অতিরিক্ত তাপিও স্থানে যাওয়া যাবে না।
অঞ্জনির ঔষধ
  1. এন্টিহিস্টামিল
  2. আই ড্রপ
  3. ক্লোরামফেনিকল
  4. এনালজেসিক

চোখ উঠলে করণীয় কি

  • পরিষ্কার পানি দিয়ে ৩০ মিনিট পর পর চোখ দুয়ে ফেলতে হবে।
  • কোন সময় চোখ বেজা রাখা যাবে না,টিশু দিয়ে ভালো করে চোক মুছে নিতে হবে
  • চোখে কালো সানগ্লাস পরিধান করতে হবে।
  • চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক ড্রপ চোখে দিতে হয়বে।
  • অন্য কারো ব্যবহার করা জামা কাপর উপর ব্যবহার করা যাবে না।
  • সমস্যা বেশি দেখা গেলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিন।
  • ভিটামিন সি এর সাথে সুষম খাদ্য খাবেন।
  • পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম নিন এই সময়।

লেখক এর মন্তব্য

আপনারা যখন এই অংশটা পড়ছেন তখন অবশ্যই আর্টিকেলটা সম্পূর্ণ শেষ করেছে। আপনারা যদি আমাদের আর্টিকেলটা সম্পূর্ণ শেষ করে থাকেন তাহলে আপনারা সবাই জানতে পেরে গেছেন চোখে ছানি পড়ার কারণে এবং চোখে ছানি পড়ার লক্ষণ। এবং আরো জানতে পেরে গেছেন চোখের অঞ্জনির ঔষধ সম্পর্কে ও চোখ উঠলে কি করনীয়। 

আপনি যদি আমাদের আর্টিকেলটা সম্পূর্ণ না পড়ে থাকে তাহলে এখনি সম্পূর্ণ আর্টিকেলটা পরে আসুন। আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন সময় সে পর্যন্ত সকলেই ভালো থকাকুন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১